Upcoming activities:
23rd SCAC: Fourth Industrial Revolution and Future Society (26-28, Oct'24)

Recent activities
On-Spot Project Review (BAS-USDA 6th Phase)- Jun'24

 

[Press Release] BAS-Science Olympiad-2023


[Press Release] BAS-Science Olympiad-2023_

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ
জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩
১১ ফেব্রুয়ারি ২০২৩, কার্জন হল মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

=======================================================

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ কর্তৃক আয়োজিত ১৩তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩, আজ শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ক্যাম্পাসে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, ডা. দীপু মনি, এম. পি. পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর ফেলো ড. মুহাম্মদ আব্দুল হামিদ মিয়া। বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সেক্রেটারী প্রফেসর ড. হাসিনা খান অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ এর আহ্বায়ক ইমেরিটাস প্রফেসর ড. এম শমশের আলী স্বাগত বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সম্মানিত ফেলোবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সারা দেশের বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কারীগণ।

জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির বহুল প্রয়োগ ছাড়া একবিংশ শতাব্দীর বিশ্বায়নে টিকে থাকা দূরুহ। এ জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমী তরুণদের বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞান শিক্ষায় তাঁদের উৎসাহিত করতে প্রতি বছর বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করে আসছে। এ বছর বাংলাদেশের আটটি বিভাগের প্রায় ৫৫০ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে।

নবম-দশম (বিদ্যালয় গ্রুপ) ও একাদশ-দ্বাদশ (কলেজ গ্রুপ) শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থী সকাল নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ মহোৎসবের উদ্বোধনীতে যোগদান করে। সারা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করার আন্দোলনের ঢেউ পৌঁছানোর লক্ষ্যে এবারের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড, মেডেল, সনদপত্র ও বিজ্ঞান বিষয়ক বই প্রদানের মাধ্যমে বিজয়ী ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়।

প্রফেসর ড. হাসিনা খান
সেক্রেটারী
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী