Upcoming activities:
23rd SCAC: Fourth Industrial Revolution and Future Society (26-28, Oct'24)

Recent activities
On-Spot Project Review (BAS-USDA 6th Phase)- Jun'24

 

Physicist Prof Harun no more


harun-or-rashid

                                                                          প্রেস রিলিজ

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সিনিয়র ফেলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ.এম.হারুন অর রশীদ অদ্য ০৯ অক্টোবর ২০২১ তারিখ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন). মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর । তিনি বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সের পরিচালক ও ইউজিসি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য তিনি বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কার লাভ করেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

 

প্রফেসর ড. হাসিনা খান
সেক্রেটারি
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী