Upcoming activities:
23rd SCAC: Fourth Industrial Revolution and Future Society (26-28, Oct'24)

Recent activities
On-Spot Project Review (BAS-USDA 6th Phase)- Jun'24

 

বিএএস-প্রফেসর ইমেরিটাস ডাঃ সুলতান আহমেদ চৌধুরী সায়েন্টিফিক ট্যালেন্টস নার্চার ফান্ড স্টাইপেন্ড/অনুপ্রেরণামূলক অনুদান


BAS-Talents Nurture Fund-2023

“বাংলাদেশ বিজ্ঞান একাডেমী-প্রফেসর ইমেরিটাস ডাঃ সুলতান আহমেদ চৌধুরী সায়েন্টিফিক ট্যালেন্টস নার্চার ফান্ড”-এর আওতায় স্টাইপেন্ডের জন্য ২০২৩ সনের নবম, দশম, একাদশ, দ্বাদশ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত/সদ্য ভর্তিকৃত দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। নবম, দশম ও দ্বাদশ শ্রেণীর প্রার্থীদেরকে বিগত বার্ষিক পরীক্ষায় এবং একাদশ শ্রেণীর প্রার্থীদেরকে বিগত এস.এস.সি পরীক্ষায় শতকরা ৮০ নম্বর (অথবা জিপিএ-৫) পেতে হবে। স্টাইপেন্ড প্রতি মাসে নবম ও দশম শ্রেণীর জন্য টাকা ৪০০.০০ (চারশত) এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য টাকা ৫০০.০০ (পাঁচশত) হারে এক বৎসরের জন্য প্রদান করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের/অধ্যক্ষের মাধ্যমে প্রদত্ত আবেদন পত্র [Click here to download] পূরণ করে আগামী ২৯/০২/২০২৪ তারিখের মধ্যে সচিব, বাংলাদেশ বিজ্ঞান একাডেমী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (৪র্থ তলা), আগারগাঁও, ঢাকা-১২০৭-এই ঠিকানায় পৌঁছাতে হবে।

সচিব
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী

আবেদনপত্র Download : [Click Here]

Advertisement can also be found

1. দৈনিক ইত্তেফাক [বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ (পৃষ্টা-৫)]